নিউজ ডেস্ক: আর একদিনের অপেক্ষা। রাত পোহালেই স্বপ্নের ম্যাচ। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে জোর লড়াই। ১২ বছর আগের স্মৃতি ফিরছে আবার। স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচ সরাসরি চাক্ষুষ করতে এবং বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার অন্ত নেই। বিভিন্ন রাজ্য থেকে ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপ ফাইনাল দেখতে গুজরাট ছুটে যাচ্ছেন। ইতিমধ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের অদূরে আমেদাবাদ শহরে হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে। চাহিদা অতিরিক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই আহমেদাবাদের হোটেলগুলির ভাড়া এখন আকাশছোঁয়া।
আহমেদাবাদের ১৮ ও ১৯ নভেম্বরের এক রাতের হোটেলের একটি রুমের ভাড়া উঠেছে ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। একটি পাঁচতারা হোটেলের এক রাতের একটি রুমের ভাড়া তো ২ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে। কেবল তিনতারা বা পাঁচতারা নয়, অনামী হোটেলগুলিরও ভাড়া ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত উঠেছে। হোটেল ভাড়ার পাশাপাশি বিমান ভাড়াও অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এক ট্রাভেল এজেন্ট জানান, ১৮ ও ১৯ নভেম্বর আহমেদাবাদের বিমানের অতিরিক্ত চাহিদার ফলেই ভাড়া তিন-পাঁচগুণ বেড়ে গিয়েছে।
ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে ম্যাচের দিন দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।