Joynagar Case: সরানো হল জয়নগর থানার আইসিকে, এলেন নতুন অফিসার
নিউজ ডেস্ক: তৃণমূল নেতার খুনে তদন্ত চলার মধ্যে জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জিকে বদল করা হল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চে তাঁকে পাঠানো হচ্ছে। সেই জায়গায় আনা হচ্ছে পার্থসারথি পালকে। তিনি বারুইপুর পুলিশ জেলার ডিআইবি পদে রয়েছেন।
রাতারাতি আইসি বদল হতেই বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলতে শুরু করেছেন মামলার মোড় ঘোরাতেই এই রদবদল ঘটনা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, এটি রুটিন বদলি। সূত্রের খবর, নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই অশান্তি নিয়ে মন্ত্রিদের সতর্ক করা হয়েছে এবং যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য যে যার এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল নেতা সইফুদ্দিনের খুনের ঘটনার পর থেকে অস্থির হয়ে রয়েছে জয়নগরের দলুয়াখাঁকি গ্রাম। ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত আনিসুর রহমান লস্করকে হরিণঘাটা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার আনিসুর ও তার এক সঙ্গী কামালুদ্দিনকে বারুইপুর আদালতে তোলা হয়েছিল। সেখানে পুলিশ তাদের ১৪ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। তাতে ১১ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।