নিউজ ডেস্ক: ৫ কিলোমিটার রাস্তা খারাপ, এই কারণ দেখিয়ে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চাইল না কোনও অ্যাম্বুলেন্স। উপায়ন্তর না থাকায় খানা খন্দে ভরা ওই পথে খাটিয়ায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু ঘটল তাঁর। এমনই ঘটনার সাক্ষী থাকল মালদার বামনগোলা।
ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মুমূর্ষ রোগীর পরিজনদের সঙ্গে অ্যাম্বুলেন্স চালকদের একাংশের এমন ব্যবহারে প্রশ্নের মুখে মানবিকতা। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও।
জানা গিয়েছে, এলাকার ২৪ বছরের গৃহবধূ মামণি রায় গত বুধবার থেকে জ্বরে আক্রান্ত হন। শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জ্নয অ্যাম্বুলেন্স ডাকতে যান পরিজনেরা। কিন্তু রাস্তা খারাপের কারণ দেখিয়ে কোনও অ্যাম্বুলেন্স চালক হাসপাতালে যেতে চাননি।
ফলে খাটিয়ায় রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। শুক্রবারের ওই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। এ ব্যাপারে জেলা প্রশাসনের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।