নিউজ ডেস্ক: আট দিন কেটে গিয়েছে। সূর্যের আলো চোখে পড়েনি শ্রমিকদের। উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে যে আরো কয়েকদিন লাগবে তা বোঝা যাচ্ছে। ইতিমধ্যে তাদের কাছে শুকনো খাবার এবং ওষুধ পাঠানোর বন্দোবস্তও করা হয়েছে। রবিবার উদ্ধারকাজ পরিদর্শনে যান কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করী। তিনি জানান, যদি অগার মেশিন সঠিকভাবে ড্রিলিং বা গর্ত খুঁড়তে পারে, তবে চার-পাঁচ দিন নয়, আগামী দুই দিনের মধ্যেই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব হবে।
চার ধাম প্রকল্পের অধীনে তৈরি এই সুড়ঙ্গ উত্তরকাশী ও যমুনেত্রীকে জোড়ার জন্য তৈরি করা হয়েছিল। গত সপ্তাহের রবিবার, দীপাবলির দিন ওই নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। আটকে পড়েন ৪০ জন শ্রমিক। গতকাল, রবিবার উদ্ধারকাজ কতদূর এগোল, তা দেখতে যান কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
নীতিন গড়করী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যদি অগার মেশিন ঠিকঠাকভাবে কাজ করে তবে মাত্র দুই-আড়াইদিনের মধ্যেই শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হবে। দুটি অগার মেশিন এখন নিরন্তর কাজ চালাচ্ছে।