নিউজ ডেস্ক: বিধ্বংসী আগুন বিশাখাপত্তনম বন্দরে। রবিবার রাতে বন্দরের একটি নৌকাতে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্য নৌকাগুলোতেও। নিমেষে গোটা বন্দরে আগুন ছড়িয়ে পড়ে। আনুমানিক ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি মৎস্যজীবীদের।
স্থানীয় মৎস্যজীবীদের দাবি বহিরাগত কেউ আগুন লাগিয়েছে নৌকায়। তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিশাখাপত্তনমের ডেপুটি কমিশনার আনন্দ রেড্ডি জানিয়েছেন, মৎস্য বন্দরের কাছাকাছি প্রথমে আগুন লাগে, পরে মাঝরাতের দিকে তা নৌকায় ছড়িয়ে পড়ে এবং ৩৫টি নৌকা অগ্নিদগ্ধ হয়। এখন যদিও আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে হতাহতের খবর পাওয়া যায়নি।