নিউজ ডেস্ক: ফের অগ্নিকাণ্ড হাওড়া শিল্পাঞ্চলে। সোমবার ভোররাতে হাওড়ার ফোরশোর রোডের একটি জুটমিলে আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কয়েক লক্ষ টাকা পাট পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। হতাহতের কোনও খবর নেই বলে জানা গিয়েছে। যদিও কী থেকে এই ধরনের ঘটনা ঘটল তা অবশ্য এখনও পর্যন্ত অজানা। কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৪টে ৫০ নাগাদ ফোরশোর রোডের জয়শ্রী জুটমিলে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বিপুল পরিমাণ পাট মজুত ছিল ওই জুটমিলে। তার জেরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আর আগুন নেভাতে গিয়ে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল দমকলকর্মীদের। পরে আরও একটি ইঞ্জিন নিয়ে আসা হয়। সকাল ৮টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।
এদিকে সপ্তাহখানেক আগে এই ফোরশোর রোডেরই একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছিল। ফলে বার বার ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠছে কারখানাগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও।