নিউজ ডেস্ক: দিল্লির অবস্থা এখন স্থিতিশীল। দূষণের মাত্রা নিয়ন্ত্রণে এসেছে। আর এই পরিসরে খুশির খবর সোমবার ২০ নভেম্বর থেকে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল চালু হতে চলেছে দিল্লিতে। শনিবার এমন ঘোষণাই করেছে দিল্লির সরকার।
সাফার (SAFAR)-এর পরিসংখ্যান অনুযায়ী শনিবার দিল্লির একিউআই (Air Quality Index) ছিল ৩১৭ যা আদপে নিম্নমানের বলেই ধরা হয়। তবে দিল্লিতে কয়েকদিন আগের পরিবেশের থেকে তা অনেকটাই ভালো বলে দাবি বিশেষজ্ঞদের। কিন্তু তার পরেও স্কুল খোলা হবে দিল্লিতে। তবে কিছু বিশেষ পরিবর্তন করা হয়েছে স্কুল পরিচালনার ক্ষেত্রে।
দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে যে আগামী এক সপ্তাহব্যাপী সমস্ত স্কুলে প্রাতঃকালীন প্রার্থনা এবং আউটডোর গেমস বন্ধ থাকবে।