নিউজ ডেস্ক: সকাল থেকেই পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকাল ও সন্ধের দিকে শীতের আমেজ বাড়বে। তবে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা ১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে হাওয়া অফিসের জানানো হয়েছে।
কলকাতায় সোমবার আকাশ পরিষ্কার থাকবে। ক্রমশ কমবে রাতের তাপমাত্রা। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও হতে পারে। কিন্তু, সপ্তাহান্তে শীতের আমেজ ফিরবে কলকাতায়। পারদ আরও কিছুটা নামবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। কুড়ি ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে যেতে পারে।
তবে উত্তরবঙ্গে ভালোই শীত অনুভূত হচ্ছে। সেখানে আপাতত আকাশ পরিষ্কারই থাকবে। মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে ধীরে ধীরে সেখানে শীতের আমেজ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।