নিউজ ডেস্ক: তিনি গ্রেফতার হতে পারেন
আশঙ্কায় প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো
অরবিন্দ কেজরিওয়াল। শুধু তিনিই নন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে গ্রেফতারের
ছক কষে ফেলেছে বিজেপি দাবি করলেন কেজরিওয়াল।
লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ
কেজরিওয়ালদের গ্রেফতার করে লোকসভার বৈতরণী পার
করতে চান বলে অভিযোগ অরবিন্দের। চলতি মাসের শুরুর দিকে একই
আশঙ্কা প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় জেলে
গিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া। তিনি এখন তিহার জেলে বন্দি। পশ্চিমবঙ্গে
পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ
সাহা সহ আরো বেশ কয়েকজন তৃণমূল নেতা বিভিন্ন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি হয়ে আছেন। বিজেপির দাবি যে
সমস্ত রাজ্যের প্রশাসনের মাথারা দুর্নীতিকে মদত দিয়েছেন তারা এখন জেলে যাওয়ার ভয় পাচ্ছেন।
প্রসঙ্গত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
তার সম্ভাব্য গ্রেফতারি আঁচ করেই শনিবার দলীয় কর্মীদের
সঙ্গে বৈঠকে বসেন। তিনি গ্রেপ্তার হলে জেল থেকেই মুখ্যমন্ত্রিত্ব সামলাবেন কি না তাও জানতে চেয়েছিলেন দলীয় কর্মীদের থেকে। পাল্টা দলীয় কর্মীরা তাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে তাকেই চান।
যদিও তিনি গ্রেফতার হলে কে দায়িত্ব নেবেন তা আগেভাগেই ঠিক হয়ে
যাক তেমনটাই চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল বলে সূত্রের খবর। দিল্লির মুখ্যমন্ত্রীর
অভিযোগ রাজনৈতিক শত্রুতার কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে। বিজেপি হেরে যেতে পারে এই ভয়ে গোটা বিরোধী শিবিরকে দুর্নীতিগ্রস্ত
প্রমাণ করার তাগিদে বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ বিরোধী
নেতা-নেত্রীদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করা
হচ্ছে অভিযোগ কেজরির। যদিও যে সমস্ত মামলায় তাঁদের ফাঁসানো হয়েছে সেই সংক্রান্ত দুর্নীতি প্রমাণ করা যাচ্ছে না বলে দাবি আপ সুপ্রিমোর। তার আরও অভিযোগ বিরোধী নেতা-নেত্রীদের জেলবন্দি করে
বিরোধীশূন্য দেশে বিনা বাধায় জয় পেতে চাইছে বিজেপি।