নিউজ ডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশি হানা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৫টি অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। শান্তিনিকেতন থানার ওসি-সহ ৪ জন পুলিশকর্মী বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনে যান। সূত্রের খবর, আজ বিদ্যুৎ চক্রবর্তীকে একাধিক মামলায় শান্তিনিকেতন থানার পুলিশের জিজ্ঞাসাবাদ করতে পারে। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। প্রশ্নোত্তর পর্বের ভিডিও রেকর্ড করা হচ্ছে বলে সূত্রের খবর।
উপাচার্য হিসেবে সম্প্রতি তাঁর মেয়াদ শেষ হয়েছে। তারপরই তাঁর বাড়িতে গিয়ে পুলিশ একাধিক মামলার নথি ধরায়। তাঁকে শান্তিনিকেতন থানায় হাজিরা দেওয়ার জন্য তলবও করা হয়েছিল। সেই সময় তিন সপ্তাহ সময় চেয়েছিলেন তিনি। তারই মাঝে আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন। হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট করে দেন, গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ এখনই করতে পারবে না পুলিশ। সেই নির্দেশের জেরে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন তিনি।