নিউজ ডেস্ক: মুম্বইতে সুটকেস বন্দি অবস্থায় উদ্ধার করা হল এক মহিলার দেহ। সেন্ট্রাল মুম্বইয়ের কারলায় মেট্রোর নির্মীয়মাণ এলাকা থেকে সেই সুটকেসটি উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্মীয়মাণ এলাকায় রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ একটি সুটকেস পড়ে থাকতে দেখেন মেট্রোরেলের কর্মীরা। সাধারণত ওই এলাকা জমজমাট থাকে। এদিকে সুটকেস পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। এরপর সুটকেস খুলে তার মধ্যে থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়। সুটকেস থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটকোপার রাজাবাড়ি হাসপাতালে পাঠায় পুলিশ। যদিও ওই মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলার পরনে টি-শার্ট ও ট্র্যাক প্যান্ট রয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে হতে পারে। ঘাতকের খোঁজ পেতে ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ।
এর আগে চলতি বছরের অক্টোবরে সাজিদ হোসেন নামে ১৯ বছর বয়সী এক যুবকের সুটকেস বন্দি দেহ উদ্ধার করা হয়েছিল কলকাতার মহিষবাথান এলাকা থেকে। ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এমনকী, ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোনও গিয়েছিল সাজিদের বাবার কাছে। এরপর ঘটনার তদন্ত শুরু করে চারজনকে গ্রেফতার করে পুলিশ।