নিউজ ডেস্ক: ভারতের পরাজয় মেনে নিতে পারলেন না তিনি। ভারত অস্ট্রেলিয়া
ক্রিকেট ফাইনাল চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক
ব্যবসায়ীর। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেলডাঙা পুরসভার ২
নং ওয়ার্ডের বড়ুয়া কলোনি এলাকায়।
জানা গেছে মুর্শিদাবাদের বেলডাঙা অঞ্চলের সুকুমার
বন্দ্যোপাধ্যায় (৬১) নামে ওই ব্যবসায়ী নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে ভারত –
অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা দেখছিলেন। ভারত যখন হারের দিকে এগোচ্ছে তখন হঠাই মাথা ঘুরতে শুরু করে তাঁর।
বুকে ব্যথাও অনুভব করেন তিনি। তাঁকে পরিবারের সদস্য ও স্থানীয়রা বেলডাঙা প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা
করেন। খেলা দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত
হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে
জানিয়েছেন তাঁর স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায়।
গীতা দেবী বলেন, “বিকেলে
ছাদের গাছে জল দিয়ে এসে নীচের ঘরে চেয়ারে বসে ক্রিকেট খেলা দেখছিলেন তাঁর স্বামী। ভারতের
খারাপ অবস্থা দেখে কষ্ট পান তিনি। দল হারের দিকে এগোচ্ছে তিনি মেনে নিতে পারছিলেন না।
হঠাই মাথা ঘুরছে বলে জানান তিনি। এরপর তিনি
আচ্ছন্ন হয়ে পড়লে বাড়ির অন্যান্য লোকদের ডেকে হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল” বলে কান্নায় ভেঙে পড়েন
গীতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।