নিউজ ডেস্ক: অজিদের কাছে হেরে যাওয়ার গ্লানি মোছা সহজ নয় ভারতের। ২০২৩-এ দশ দশটি ম্যাচে জিতেও ফাইনালে শেষরক্ষা হল না। তবু এই হারকে স্বীকার করেও ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ, মানসিক বল জুগিয়েছেন বচ্চনও।
শাহরুখ টুইটে লেখেন, ‘যে ভাবে টিম ইন্ডিয়া এই গোটা টুর্নামেন্টটি খেলেছে, তা সত্যি সম্মানের এবং গর্বের। তবে এটা খেলা। খেলায় ভালো এবং খারাপ দুটো দিকই আছে। সেই খারাপ দিনটা অপ্রত্যাশিতভাবে আজ এসেছে। তবে আমাদের গর্বিত করার জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। গোটা দেশকে এতদিন ধরে আনন্দ দিয়েছে এই টিম। ভালোবাসা এবং সম্মান জানাই। আপনাদের জন্য আমরা একটা গোটা দেশ হতে পেরেছি।’
অন্যদিকে অমিতাভ বচ্চন টুইট করে টিম ইন্ডিয়ার উদ্দেশে লিখেছেন, ‘গত রাতের পারফরম্যান্সে তোমাদের প্রতিভার প্রতিফলন হয়নি। ওই রাতটা তোমাদের ক্ষমতা, তোমাদের শক্তির পরিচায়ক নয় কোনওভাবেই। কিন্তু তোমাদের জন্য গর্বিত, এর চেয়ে আরও ভালো কিছু হবেই, সেই দিনটার জন্য অপেক্ষায় থেকো’।