নিউজ ডেস্ক: স্বপ্নের বিশ্বকাপ জয়। আর সেই বিশ্বকাপে বহুবার চুমু খেতে দেখা গিয়েছে বহু খেলোয়াড়কে। কিন্তু তা বলে ট্রফির উপর পা তুলে দেবেন কেউ, এ যেন ভাবাই যায় না। আর সেই ঘটনাই সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। সদ্য বিশ্বকাপ জিতে সেই বিশ্বকাপের ট্রফির উপর পা তুলে ছবি তুললেন অজি ক্রিকেটার মিশেল মার্শ। নিজের ইনস্টাগ্রামে জয়ের পরবর্তী উল্লাসের বেশ কিছু ছবি পোস্ট করতেই নজরে আসে এই ঔদ্ধত্যের ভঙ্গি।
তুরীয় মেজাজে দুটি পা তোলা ট্রফির উপর, বাঁ হাত মুঠো করা আর ডান হাতে পানীয়ের বোতল। ছবি পোস্ট করতেই শুরু সমালোচনার ঝড়। অনেকেরই প্রশ্ন ট্রফির উপর পা তুলে মিশেল কি এটাই বোঝাতে চাইলেন যে বিশ্বকাপ জেতাটা তাদের কাছে জলভাত!
খেলার আগে মিশেল জানিয়েছিলেন, ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেবেন। তাঁরা প্রথমে ব্যাট করে ৪২০ রান করবেন। তার পর ভারতকে ৬৫ রানে অল আউট করে দেবেন। ভারতকে হয়তো হারিয়েছেন তাঁরা। তা বলে এতটা ঔদ্ধত্য কি ঠিক? প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে।