নিউজ ডেস্ক: সমবায় সমিতির অনুষ্ঠানে তৃণমূল
বিজেপির সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার
মহিষাদলে। এই গন্ডগোলের বিজেপির পঞ্চায়েত প্রধানসহ বেশ
কয়েকজন আহত হয় বলে জানা গিয়েছে।
সমবায় সমিতির অনুষ্ঠানে সেই সময় মঞ্চে স্থানীয় বিধায়ক উপস্থিত ছিলেন স্থানীয়
বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। তার সামনেই দর্শক আসন থেকে “চোর ধরো জেল ভরো” স্লোগান শুরু হয়।
প্রসঙ্গত এর আগেও মহিষাদলের বিধায়ক নিজের দলের কর্মীদের ক্ষোভের
মুখে পুড়েছিলেন। এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় বিধায়কের নাম দেওয়াল থেকে মুছে দিয়েছিল
কর্মীরা। তাঁকে ঘিরে পড়েছল পোস্টার। নানান জায়গায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও বিধায়কের দাবি, “বিরোধী দলনেতা ষড়যন্ত্র করেছেন।
তার অঙ্গুলিহেলনেই ঘটনাটি ঘটেছে”। জানা গেছে এদিন অনুষ্ঠান চলাকালীন
স্লোগান উঠতেই তৃণমূলের কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে যারা স্লোগান দিচ্ছিলেন
তাদের দিকে চেয়ার ছোঁড়েন। পাল্টা প্রতিবাদীরাও মারমুখী হয়ে
পড়ে। দুই পক্ষের হাতাহাতি ও চেয়ার নিয়ে মারামারির জেরে আহত হন বেশ কয়েকজন।
অন্যদিকে আমডাঙায় স্থানীয় জনতার ক্ষোভের মুখে
পড়েন স্থানীয় বিধায়ক রফিকুর রহমান। রূপচাঁদ
মণ্ডলের পারলৌকিক ক্রিয়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়ে আমডাঙ্গার
বিধায়ক। রূপচাঁদের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে
বিক্ষোভ দেখান স্থানীয়রা জানা গিয়েছে। নিহত তৃণমূলের
পঞ্চায়েত প্রধান ছিলেন মহম্মদ রূপচাঁদ মন্ডল। বিক্ষোভের মুখে পড়ে বিধায়ক চার
দিনের সময় চেয়ে নন।