নিউজ ডেস্ক: ২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশে ‘না’ পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বিজেপি সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আগামী বুধবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যকে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। বেলা দুটোয় শুনানির সম্ভাবনা বিচারপতি রাজশেখর মান্থার। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থলেই সভা করতে চায় বিজেপি আর সেই সভার অনুমতি দেয়নি পুলিশ, এমনই দাবি বিজেপির।
সোমবার শুনানিতে বিচারপতি বলেন, ‘‘অনুমোদন বাতিলের দু’টি চিঠি দিয়েছে পুলিশ। অথচ একটিতেও আপত্তির কারণ লেখা নেই। খুব বিস্মিত হচ্ছি পুলিশের এমন জবাব দেখে। কী শর্ত দেবে সেটা পুলিশ ঠিক করুক। কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকেই।’’ প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে যারা বঞ্চিত তাদের খুঁজে বের করে এদিন সভা করার কথা বিজেপির। বঞ্চিতদের কলকাতায় নিয়ে এসে সমাবেশের ডাক দিয়েছে রাজ্য বিজেপি ধর্মতলার ঐ সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও থাকার কথা।
মামলা আদালতে উঠলে বিচারপতি রাজশেখর মান্থা জানান, ‘আমাদের দেশ স্বাধীন, মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারেন, সবার সমানাধিকার থাকা উচিত। কোনও কারণ না দেখিয়ে দু’বার অনুমতির আবেদন খারিজ করা হয়েছে।’ তারপরে মান্থা ‘বিধিনিষেধ আরোপ করে অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেন।