নিউজ ডেস্ক: বিশ্ব বাংলা নাম দিলেই
কি বিশ্ব বাংলা হয়ে যায়! বিশ্ব গুরু বললেই কি সে বিশ্ব
গুরু হয়ে যায়! সোমবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জলপাইগুড়িতে নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ
ছুঁড়ে দিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। মমতা সরকারের
ডাকা আসন্ন বিশ্ব বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে এমনই কটাক্ষ করলেন তিনি।
দলের জেলা কার্যালয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের
প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় বর্ষীয়ান এই বামপন্থী নেতা আক্ষেপের সুরে বলেন, “প্রতিবছর এই করে কোটি কোটি টাকা রাজকোষ থেকে
খরচ হলেও কতগুলি সংস্থা আসল, কত বেকার
চাকরি পেল এবং কত কোটি টাকা বিনিয়োগ হলো সেটা জানাক রাজ্য সরকার”।
আসলে বিশ্ব বাণিজ্য সম্মেলনের নামে ১২ বছর ধরে এই রাজ্যে যা হচ্ছে সেটি আসলে খাওয়ন দাওয়নের সম্মেলন। সত্যিই যদি এই রাজ্যে শিল্প
স্থাপিত হতো তাহলে পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে কাজে জন্য গিয়ে কফিন বন্দী হয়ে
গ্রামে ফিরে আসা বন্ধ হত। আসলে রাজ্যে মমতা এবং কেন্দ্রে মোদী দুজনেই আম্বানি আদানি ছাড়া চলতে পারেন না মন্তব্য সেলিমের।