নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে আইন
শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। যার সরাসরি দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের। তার পুলিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগের দাবি জানাল দক্ষিণ কলকাতা
জেলা কংগ্রেস। তাদের দাবি ফুল টাইম পুলিশ মন্ত্রী কাউকে করা হোক। তার কারণ তিনি
তার কোনো দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারছেন না বলে অভিযোগ দক্ষিণ কলকাতা জেলা
কংগ্রেসের।
এদিন যদুবাবু
বাজারের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ ও প্রদেশ
কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলের মাধ্যমে রাজ্যের নানান প্রান্তে বোমা
এবং অস্ত্র কারখানার প্রতিনিয়ত খবর পাওয়া যাচ্ছে। তারই
প্রতিবাদে এদিন মিছিলে পা মেলান কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিকদের
মুখোমুখি হয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, “রাজ্যজুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। দিকে
দিকে বোমা এবং অস্ত্র উদ্ধার হচ্ছে”। তার অভিযোগ অন্য রাজ্য
থেকে ভাড়াটে খুনিদের গল্পকথা দেওয়া হচ্ছে। এমন কি নির্বাচিত প্রতিনিধিরা সুরক্ষিত
নেই বলে অভিযোগ প্রদীপ প্রসাদের। অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ
চট্টোপাধ্যায়ের অভিযোগ, “রাজ্যজুড়ে
সন্ত্রাস পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই চলছে। একেরপর এক বোমা উদ্ধার , অস্ত্র কারখানার হদিস পাওয়া যাচ্ছে। দিকে দিকে
সন্ত্রাস চলেছ। পুলিশ লকআপে
মৃত্যুর ঘটনা আমরা দেখতে পাচ্ছি”। তার আরও অভিযোগ, “নারী নির্যাতন থেকে
নিয়ে অগ্নিসংযোগ এবং খুনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে”। এদিন
মিছিল শেষে ভবানীপুরের যদুবাবু বাজার মোড়ে একটি সভার
আয়োজন করা হয়।