নিউজ ডেস্ক: দ্রুত কাজ
শেষের নির্দেশ সাফারি কর্তৃপক্ষকে। ডিসেম্বরের মধ্যে শেষ
করতে হবে সিংহ এনক্লোজার পরিকাঠামো নির্মাণের কাজ। সেন্ট্রাল জু অথোরিটির ছাড়পত্র
মিললেই পর্যটকদের জন্য সাফারিতে আনা হবে সিংহ। সম্প্রতি রাজ্য বনদপ্তরের ঊর্ধ্বতন
কর্তৃপক্ষের তরফে দ্রুত পরিকাঠামো নির্মাণের কাজ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে
বেঙ্গল সাফারি কর্তৃপক্ষকে।
Tags: NULL