নিউজ ডেস্ক: রবিবার রাতে সোনার দোকানে চুরির ঘটনায় ভাতারের দেবপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গেছে দেবপুর বাজারে উত্তম কর্মকার নামে জনৈক ব্যবসায়ীর একটি সোনার দোকান রয়েছে। তার বাড়ির কাছাকাছি রয়েছে দোকান। তিনি প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। তার দোকানে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। উত্তমবাবুর অভিযোগ চুরির পর সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে চোরেরা। সোমবার সকালের দিকে তিনি জানতে পারেন তার দোকান ভেঙ্গে চার ভরি সোনা ও ৫ কেজি রূপো চুরি হয়ে গেছে। উল্লেখ্য এর আগেও তার দোকানে চুরি হয়েছিল তখনও চুরির কোন কিনারা করতে পারেনি পুলিশ বলে অভিযোগ উত্তম বাবুর। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। যদিও চোরেরা অধরা।