নিউজ ডেস্ক: ১০ দিনের মাথায় মঙ্গলবার সকালে উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের ছবি প্রথম প্রকাশ্যে এল। আটকে পড়া ৪১ জন শ্রমিককে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করার কাজ চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন যে শ্রমিকরা এখন নিরাপদে আছেন।
সোমবার রাতেই ৬ ইঞ্চি ব্যাসের একটি পাইপ সুড়ঙ্গের ভিতর ঢোকানো হয়েছে যার মধ্য দিয়ে বোতলে গরম খিচুড়ি ভরে শ্রমিকদের পাঠানো হয়। সেটির মাধ্যমেই খাবার, ওয়াকিটকি, ফোন চার্জারের সঙ্গে পাঠানো হয়েছে একটি ক্যামেরাও। এদিন ভোরে সেই ক্যামেরাতেই সুড়ঙ্গে আটক শ্রমিকদের ছবি ও ভিডিও ধরা পড়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
ভিডিওতে দেখা যায় সুড়ঙ্গের ভিতর মাথায় হলুদ হেলমেট পরে হেঁটে চলে বেড়াচ্ছেন শ্রমিকেরা, হাত নাড়ছেন, কথা বলছেন একে অপরের সঙ্গে। আপাতত তারা সুস্থ। খুব শীঘ্রই তাদের উদ্ধার করা হবে বলে আশ্বাস দিয়েছেন নীতিন গডকরীও।