নিউজ ডেস্ক: মঙ্গলবার সকালে হাওড়ায় ফের অগ্নিকাণ্ড। ঘুসুড়িতে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। তবে কী কারণে আগুন লেগেছে তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ওই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
গতকাল হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী আগুনের পর আজ ফের হাওড়া ঘুসুড়িতে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কিন্তু, এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
গত অক্টোবর মাসে হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি ভোজ্য তেলের গুদামে আগুন লেগেছিল। ঘটনাস্থলে যায় দমকলের ১৩টি ইঞ্জিন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তার আগে, গত জুলাই মাসে হাওড়ার মঙ্গলাহাটে আগুন লেগেছিল। প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়েছিল।প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। হাওড়ায় একের পর এক আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।