নিউজ ডেস্ক: সদ্য বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে পরাজয়ের গ্লানি স্বীকার করে নিয়েছে ভারত। কিন্তু তাতেও থেমে নেই তাদের ক্রীড়া সফর। ওয়ান ডে বিশ্বকাপ শেষে এবার টি-টোয়েন্টি সিরিজ। তার জন্য নতুন দল ঘোষণা করল বিসিসিআই। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ৫ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি বিশাখাপত্তনমে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৬ ও ২৮ নভেম্বর, গুয়াহাটি ও তিরুবনন্তপূরমে। সিরিজে সহ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ১ ও ৩ ডিসেম্বর এই সিরিজের শেষ দুটি ম্যাচ।
টি টোয়েন্টি সিরিজের ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ, যশস্বী জসওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, আবেশ খান, মুকেশ কুমার।