নিউজ ডেস্ক: নভেম্বরের শুরু থেকেই বাংলায় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। ধীরে ধীরে শীতের প্রভাব আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আকাশে মেঘ-বৃষ্টির সম্ভাবনা কেটে যাওয়ায় এখন আকাশ বেশ পরিষ্কার রয়েছে। জগদ্ধাত্রী পুজোতেও শীতের আমেজ ভালোই বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, সকাল ও সন্ধ্যায় ভালোই শীত অনুভূত হবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। মেঘ কেটে গেলেও দিনের উষ্ণতা সামান্য বাড়বে। বাতাসে কিছুটা জলীয় বাস্পের পরিমাণ বৃদ্ধি থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। সন্ধ্যা হলেই আবার শীতের আমেজ অনুভূত হবে। সেই সঙ্গে জেলার তাপমাত্রা মোটামুটি ২০ ডিগ্রির কম থাকবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কম হবে।
অন্যদিকে উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। সপ্তাহান্তে সেখানেও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। তবে পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টি হবে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর উত্তরের সব জেলায় শীতের প্রভাব আরও বাড়বে।