নিউজ ডেস্ক: ফের আয়কর হানা রাজ্যে। মঙ্গলবার ভোরে পোলবার মহানাদে এক মদের কারখানায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয়। মোট ৫টি গাড়িতে এদিন আধিকারিকরা এসে হাজির হন পোলবার এই কারখানায়। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় জওয়ানরাও। এদিন সকালে কাজে যোগ দিতে এসে কর্মীরা দেখেন, কারখানার ভিতরে সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে।
মঙ্গলবার ভোরে আয়কর দফতরের পাঁচটি গাড়ি পৌঁছয় অ্যালপাইন ডিস্টিলারিস প্রাইভেট লিমিটেডের কারখানায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও সেখানে যান। বাইরে থেকে ওই কারখানাটি ঘিরে রেখেছিল তারা। কাউকে ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেওয়া হয়নি।
পোলবা থানার অন্তর্গত মহনাদ গ্রামে অ্যালপাইন ডিস্টিলারিসের কারখানা রয়েছে। সেখানকার অন্যতম ডিরেক্টর দেবরাজ মুখোপাধ্যায়। এই কারখানার অধিকাংশ শেয়ার রয়েছে দিল্লির একটি সংস্থার হাতে। স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে বিশেষ ব্র্যান্ডের ‘রাম’ প্রস্তুত করা হয়। এ ছাড়া, ইথানলও তৈরি করা হয় এই কারখানায়। ইনাথল মদ তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। কারখানাটিতে প্রায় ৩০০ জন শ্রমিক কাজ করেন।