নিউজ ডেস্ক: ডিপফেক ভিডিও নিয়ে ঝড় চলছে গোটা দেশে। অভিনেত্রী রশ্মিকা মন্ধানা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, কাজল আগরওয়াল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এই পরিস্থিতিতেই ডিপফেক ইস্যু নিয়ে কড়া পদক্ষেপ করল কেন্দ্র সরকার। এই বিষয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
গত শনিবার এই ইস্যুতে অশ্বিনী বৈষ্ণব কড়া বার্তা দেন সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবে। অশ্বিনী বৈষ্ণব জানান, যদি ডিপফেক নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কঠোর পদক্ষেপ না করে, তাহলে ইমিউনিটি দেওয়া হবে না তাদেরকে।
অশ্বিনী বৈষ্ণব জানান, ‘ডিপফেক আমাদের সকলের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা সম্প্রতি সমস্ত বড় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই নিয়ে নোটিশ পাঠিয়েছি। ডিপফেক ভিডিয়ো বা ছবিগুলিকে চিহ্নিত করার জন্য পদক্ষেপ করতেও বলা হয়েছে তাদের। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি জানিয়েছে তারা এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করছে। আমরা তাদের এই কাজে আরও বেশি কঠোর হতে বলেছি।’