নিউজ ডেস্ক: লোহিত সাগরের একেবারে মাঝে পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আটকে রাখা হয়েছে জাহাজের ক্রুদের। হলিউড সিনেমার কায়দায় ওই জাহাজটি হাইজ্যাক করা হয়েছে। সেই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইয়েমেন একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, জাহাজের উপর হঠাৎ একটি হেলিকপ্টার এসে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারী হুথি বিদ্রোহীরা হেলিকপ্টার থেকে নেমে আসে। জাহাজে নেমেই তারা গুলি চালাতে শুরু করে। জাহাজে নেমে তারা প্রথমে ক্যাপটেনকে আটক করে।
এই বিদ্রোহী সংগঠন হুথির উপর ইরানের সমর্থন রয়েছে। রবিবার, সমুদ্রের মাঝে কার্গো জাহাজ ‘গ্যালাক্সি লিডার’-এ হেলিকপ্টারে করে হুথি বিদ্রোহীরা নেমে আসে। তারা নেমে এসে ২৫ জন ক্রু সদস্যকে আটক করে। দ্রুত পুরো জাহাজটি দখল করে নেয়। জাহাজ নিয়ে তারা ইয়েমেনের একটি বন্দরে পৌঁছোয়। হুথিরা একটি বিবৃতি জারি করেছে। তাতে তারা এই জাহাজ হাইজ্যাকের দায় স্বীকার করেছে।
ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের আবহে ইজরায়েলের জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালাবে হুথিরা। যদিও যে জাহাজটি হাইজ্যাক করা হয়েছে তাতে ইজরায়েলের কোনও নাগরিক নেই বলে ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, জাহাজটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিল। জাহাজ ছিনতাইয়ের জন্য ইরানকে দায়ি করেছে ইজরায়েল।
হুথি মুখপাত্র এক বিবৃতিতে জানায়, “গাজায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলের ‘নিষ্ঠুর আগ্রাসনের’ বদলা নিতে হুথিরা ফের এমন করবে।” তবে আটক করা ক্রুদের উপর কোনওরকম নিষ্ঠুর আচরণ করা হবে না বলেও আশ্বাস দিয়েছে হুথিরা।