নিউজ ডেস্ক: তার হাসিতে কখনও বসন্ত মরে না। তিনি ভারতের সবার মনে ‘ধক ধক গার্ল’। আটের দশক আর নয়ের দশক জুড়ে তিনিই বলিউডের গ্ল্যামার কুইন ছিলেন আর তাই ভারতীয় চলচ্চিত্রে তার অবদানকে স্বীকৃতি দেওয়া হল গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব। দেশি-বিদেশি সিনেমার এই মেলায় উপস্থিত হয়েছেন বিনোদন জগতের উজ্জ্বল তারকারা। সেই উৎসবের মঞ্চেই ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত হলেন মাধুরী দীক্ষিত। পুরস্কার পেয়ে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়েন মাধুরী।
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ফেম গেম’-এ। এছাড়াও ‘মাজা মা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। গোয়ায় এই চলচ্চিত্র উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।