নিউজ ডেস্ক: পূর্ব আফ্রিকার ছোট্ট একটি দ্বীপ। ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত দ্বীপটি। ভারত থেকে প্রতি বছরই বহু পর্যটক সেখানে ঘুরতে যান। আর বিদেশি পর্যটনকেন্দ্র হিসেবে মরিশাসের বেশ জনপ্রিয়তা রয়েছে। মাঝে মধ্যে সেখানে ভিড় করতে দেখা যায় বিভিন্ন তারকাকেও। আর এবার সেই ছোট্ট দ্বীপেই সামরিক ঘাঁটি তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছে ভারত। একটি বিদেশি সংবাদমাধ্যমের রিপোর্টে সম্প্রতি একথা দাবি করা হয়েছে।
মাদাগাস্কার থেকে ১,১০০ কিলোমিটার দূরত্বে এই মরিশাস পূর্ব আফ্রিকার একটি স্বতন্ত্র দ্বীপরাষ্ট্র। এর মধ্যে ছোট-বড় বেশ কয়েকটি দ্বীপ রয়েছে। তেমনই এক দ্বীপের নাম উত্তর অ্যাগালেগা। এই অ্যাগালেগা দ্বীপের সঙ্গেই ভারতের নাম জড়িয়ে গিয়েছে। সেখানেই সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে ভারত। নৌ সামরিক পরিষেবা তৈরি করা হচ্ছে সেখানে। যদিও এনিয়ে ভারত বা মরিশাসের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
তবে সামরিক ঘাঁটি তৈরির কথা স্বীকার না করলেও নজরদারি মূলক পরিকাঠামো নির্মাণের কথা মেনে নিয়েছে নয়াদিল্লি। এই নির্মাণ ভারত মহাসাগরীয় এলাকায় ভারতের নিরাপত্তা সংক্রান্ত নীতির অন্তর্গত বলে দিল্লির তরফে দাবি করা হয়েছে। আর এই নির্মাণ কাজ চালানোর জন্য খরচ হচ্ছে প্রায় ২ হাজার কোটি টাকা।
ওই সংবাদ মাধ্যমের দাবি, মরিশাসের দ্বীপে তিন হাজার কিলোমিটারের একটি রাস্তা বানিয়েছে ভারত। বিমানের সরঞ্জাম, ডুবোযান পরিষেবার নানা সামগ্রী সেখানে দেখা গিয়েছে। বিমানের রক্ষণাবেক্ষণ ও জ্বালানির প্রয়োজন মেটাতে দ্বীপটিকে ব্যবহার করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।