নিউজ ডেস্ক: ইজরায়েলে হামাসের হামলার বিরুদ্ধে শুরু থেকেই সরব হয়েছিল ভারত। প্রথম থেকেই ভারতকে পাশে পেয়েছিল ইজরায়েল। আর এবার ভারতের পাশে থাকার বার্তা দিল ইজরায়েল। ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তির আগে, সরকারি ভাবে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবাকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করল তারা। মঙ্গলবার ইজরায়েলের তরফে এই ঘোষণা করা হয়েছে। যদিও এনিয়ে ভারতের তরফে ইজরায়েলকে কোনও অনুরোধ ও সুপারিশ করা হয়নি। নিজেদের থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।
ভারতে অবস্থিত ইজরায়েলের দূতাবাসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ভারত সরকারের তরফে এই মর্মে কোনও অনুরোধ আসেনি। কিন্তু, লস্কর-ই-তইবাকে সরকারি ভাবে সন্ত্রাবাদী সংগঠনের তালিকায় রাখার সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা সম্পন্ন করে ফেলেছে ইজরায়েল সরকার।”
ওই জঙ্গি সংগঠনের নিন্দায় সরব হয় ইজরায়েল। তাদের দাবি, “লস্কর-ই-তইবা একটি প্রাণঘাতী এবং অপরাধমূলক সন্ত্রাসী সংগঠন। যারা কয়েকশো নিরীহ ভারতীয় ও অন্যদের মৃত্যুর জন্য দায়ী। ২০০৮ সালের ২৬ নভেম্বর যে জঘন্য অপরাধ তারা ঘটিয়েছিল, তা শান্তিকামী সব দেশের স্মৃতিতে আজও দগদগে হয়ে রয়েছে।”
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালিয়েছিল লস্কর-ই-তইবা। এই হামলার জেরে অনেকেরই মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে অনেক বিদেশিও ছিলেন।