নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর পিতাকে গালাগালি দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের সভাপতির
বিরুদ্ধে। মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির
প্রথম সারির নেতারা। প্রসঙ্গত তেলেঙ্গানার একটি নির্বাচনী
জনসভায় মল্লিকার্জুন খাড়গে বক্তব্য রাখার সময়
প্রধানমন্ত্রী এবং তার পিতার নাম খুব খারাপ ভাবে উল্লেখ করেন বলে অভিযোগ বিজেপির।
ভিডিওতে দেখা গেছে খাড়গে হিন্দিতে
যা বলেন তার মানে দাঁড়ায়, “মিথ্যাবাদীরা এখানে
বসে আছে। মিথ্যে কথা বলায় মোদীর বাবা এখানে রয়েছে”। এমনকি কেসিআরকে গালিগালাজ করতে গিয়ে মোদির ভাই বলে উল্লেখ করেন খাড়গে”। এই ঘটনা সামনে আসতেই
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে।
আক্রমণ পাল্টা আক্রমণের ঝড় বয়ে যায়। বিজেপির মুখপাত্র
শাহাজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে ব্যক্তিগত আক্রমণের খেলায়
নেমেছে”। যার যেমন অভিরুচি সে তেমন বক্তব্য রাখবে”। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, আমার মৃত পিতাকে
টানার কি প্রয়োজন ছিল”। অন্যদিকে এখানেই থেকে থাকেন নি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও
মুখ ফসকে মৃত বলে ফেলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। রাজস্থানের অনুপগড়ে একটি নির্বাচনী সভাতে
বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে তিনি মুখ ফসকে বলে ফেলেন রাহুল গান্ধী প্রাণ
দিয়েছিলেন দেশের জন্য। আর খাড়গের সেই কথা নিয়েই এখন জোর মস্করা করছেন বিজেপি
নেতৃত্ব। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে খাড়গে জানিয়েছেন, রাহুল গান্ধী দেশের একতা রক্ষার
জন্য় জীবন দিয়েছেন। আসলে বাবা রাজীব গান্ধীর কথা বলতে গিয়ে একথা বলে ফেলেন তিনি এমনটাই
মনে করা হচ্ছে।