নিউজ ডেস্ক: নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়ার বাসিন্দা অজয় বিশ্বাস গুজরাটের বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। সেখানেই তিনি আত্মহত্যা করেন বলে খবর পান পরিবারের সদস্যরা। সোমবার রাতে অজয়ের দেহ পৌঁছয় তাঁর শান্তিপুরের বাড়িতে। এরপর শান্তিপুর মহাশ্মশানে বিএসএফ জওয়ানরা গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের বাসিন্দা নিতাই বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস বিএসএফ জওয়ান। রবিবার সকাল সাড়ে নটা নাগাদ বাড়িতে খবর আসে যে, অজয় নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানাননি পরিবারের সদস্যরা।
রবিবার ওই ঘটনার পর সোমবার গভীর রাতে বিএসএফের সহযোগিতায় গুজরাট থেকে শান্তিপুরে অজয়ের দেহ নিয়ে আসা হয়। রাতেই ওই যুবককে বিএসএফের পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর পর শান্তিপুর মহাশ্মশানে অজয় বিশ্বাসের সত্কার করা হয়। আচমকা এই ঘটনায় পরিবার-সহ বাগআঁচড়া এলাকা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে।