নিউজ ডেস্ক: মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার
বনদপ্তরের মুশাবনী রেঞ্জের অন্তর্গত ঘাটশিলা থানার বেনাশোল এলাকায়। স্থানীয়
সূত্রে জানা যায় যে ওই এলাকায় একদল হাতি কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছিল
এবং ফসলের ক্ষতি করছিল। হাতির হামলায় প্রাণ
হানির ঘটনাও ঘটছে ঝাড়খন্ডে। মঙ্গলবার সকালে ঘাটশিলা থানার
বেনাশোল এলাকায় ৩৩ হাজার হাই ভোল্টেজ কারেন্টের তারে শট খেয়ে পরপর পাঁচটি হাতির
মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
একসঙ্গে
পাঁচটি হাতির মৃত্যুর ঘটনায় গোটা এলাকার মানুষজন কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়
বাসিন্দারা মৃত পাঁচটি হাতিকে ফুলের মালা পরিয়ে ধুপ জ্বালিয়ে প্রণাম করেন।
বিষয়টি জানানো হয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তরের আধিকারিকরা।
ঘটনাস্থলে গিয়ে পাঁচটি হাতি কী কারণে মারা গেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করে বনদফতরের আধিকারিকরা। বনদফতরের পক্ষ থেকে জানানো হয় মৃত পাঁচটি হাতির ময়না তদন্ত
করা হবে। ময়নাতদন্তের
পর স্থানীয় জঙ্গলে দাহ করা হবে বলে দেহ জানিয়েছে বন দফতর।
একসঙ্গে
পাঁচটি হাতির মৃত্যু এলাকার মানুষ মন থেকে মেনে নিতে পারেনি। হাতি এলাকায় প্রচুর ক্ষতি করলেও স্থানীয়রা দেবতা রূপে হাতিকে পুজো করেন। কয়েকটি
জনজাতি সম্প্রদায়ের মধ্যে হাতিকে “হাতিঘেরা দেবতা” বলা হয়। তাই ওই
পাঁচটি হাতির মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
সেই সঙ্গে ওই পাঁচটি হাতির মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি
দেওয়ার দাবি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।