নিউজ ডেস্ক: মাত্রাতিরিক্ত ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকালে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা বেশ কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় সকালের তিনটি ফ্লাইট দেরিতে উড়েছে। শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জাভিদ আঞ্জুম বলেছেন, “কুয়াশার কারণে সকালের তিনটি ফ্লাইট দেরিতে উড়েছে।” আকাশ পরিষ্কার হওয়ার পর উড়ান পরিষেবা স্বাভাবিক হয়।মঙ্গলবার সকালে শ্রীনগর-সহ গোটা কাশ্মীর উপত্যকা ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। ফলে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আগামী ২৬ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বলা হয়েছে, শ্রীনগরে সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।