নিউজ ডেস্ক: আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবরের মানুষকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিল্লিতে যাবেন বলে আশা ব্যক্ত করলেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার হাওড়া এক অনুষ্ঠানে এসে নওশাদ সিদ্দিকী তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের শাসক দলকে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় উপস্থিতির হার মাত্র ১৪ শতাংশ। আসলে তার লোকসভায় যাওয়ার কোনো ইচ্ছেই নেই। তাই ডায়মন্ড হারবারের মানুষ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে পরাজিত করবে। পাশাপাশি তিনি বলেন, “রাজ্যের শাসক দল পুলিশকে ব্যবহার করছে এবং লোক দেখানো থানা ঘেরাও করছেন বিধায়করা। ১০০ দিনের কাজের টাকা ও আবাস দুর্নীতির টাকা প্রসঙ্গে তিনি বলেন, “ঠিক ঠাক তদন্ত হলে এই টাকার ভাগ মন্ত্রীদের পকেটে ঢুকেছে তাই অবিলম্বে ঠিকঠাক তদন্ত হোক”।