নিউজ ডেস্ক: সন্ত মীরাবাইয়ের ৫২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হতে চলেছে মীরাবাই জন্মোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অংশগ্রহণ করবেন সেই অনুষ্ঠানে। সেই উপলক্ষ্যে ২৩ নভেম্বর মথুরায় যাবেন মোদী।
মথুরার রেলওয়ে মাঠে মীরাবাইয়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একটি উপস্থাপনা করবেন মথুরার সাংসদ হেমা মালিনী। রবিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বৃন্দাবনে যেতে পারেন বলে জানা গিয়েছে। বৃন্দাবনের বাঁকি বিহারী মন্দিরে প্রার্থনা সারার পর মীরাবাইয়ের অনুষ্ঠানে যাবেন তিনি। মথুরার এই ব্রজ রাজ উৎসব শুরু হচ্ছে ২৩ নভেম্বর, শেষ হবে ২৭ নভেম্বর।
ভারতের ইতিহাসে ভক্তি আন্দোলনের এক অন্যতম পথপ্রদর্শক ছিলেন মীরাবাই। ১৪৯৮ সালে তার জন্ম হয় বলে জানা যায়। কৃষ্ণপ্রেমে পাগলিনী মীরার ভজন আজও বহু মানুষের মুখে মুখে ফেরে।