নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখেই ন্যাশানাল হেরাল্ড মামলায় বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন দুই সংস্থা ইয়ং ইন্ডিয়ান ও অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডির। এর মধ্যে সোনিয়া গান্ধী ও রাহুল দু’জনেই ইয়ং ইন্ডিয়ানের ডিরেক্টর পদে রয়েছেন। এর জেরে ভোটের মুখে রীতিমতো চাপে রয়েছেন সোনিয়া ও রাহুল দু’জনেই।
যে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে দিল্লির ঐতিহ্যবাহী হেরাল্ড হাউস, মুম্বইয়ের হেরাল্ড হাউস ও লখনউয়ের নেহরু ভবন। মঙ্গলবার ইডির তরফে টুইট করে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর জানানো হয়। এর আগে এই মামলায় বেশ কয়েকবার রাহুল ও সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এমনকী, ন্যাশনাল হেরাল্ডের দফতরেও তল্লাশি চালানো হয়েছে। যদিও এই মামলায় এখনও পর্যন্ত কোনও কংগ্রেস নেতা গ্রেফতার হননি।
তদন্তে জানা গিয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের দখলে ৬৬১.৬৯ কোটি টাকার বেআইনি সম্পত্তি রয়েছে। দিল্লি, মুম্বই ও লখনউয়ের মতো ভারতের অনেক শহর জুড়ে স্থাবর সম্পত্তির আকারে ছড়িয়ে রয়েছে এই অপরাধের আয়ে অর্জিত সম্পত্তি।
এদিকে ইডির পদক্ষেপের পরই সরব কংগ্রেস। তাদের দাবি, এটা বিজেপির প্রতিহিংসামূলক কৌশল। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির মতে, রাজ্যে রাজ্যে যে নির্বাচনে চলছে, তাতে বিজেপির পরাজয় নিশ্চিত। শুধুমাত্র কংগ্রেসের সঙ্গে যোগ আছে বলেই এই ধরনের মামলা সাজানো হচ্ছে।