নিউজ ডেস্ক: রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল
সি ভি আনন্দ বোস। উল্লেখ্য যেদিন তিনি রাজ্যের বিরুদ্ধে সরব হলেন সেদিন বেঙ্গল গ্লোবাল
বিজনেস সামিটে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাজভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল
রাজ্য প্রশাসনের বিরদ্ধে সরব হয়ে রাজ্যপাল বলেন, “শেষ একবছরে আমি আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটাও কথাও বলেনি। লিখিওনি। পারস্পরিক সম্মান ও সৌজন্য তা থাকবে। যেখানেই ভায়োলেন্স সেখানেই আমি পৌঁছানোর চেষ্টা করেছি। কোনও বিল আটকে নেই। রাজ্যের দুটি বড় সমস্যা। সন্ত্রাস এন্ড দুর্নীতি। অ্যান্টি করাপশন সেল গঠন করা হয়েছে। প্রসঙ্গত রাজ্যে সন্ত্রাস বা কোন ঘটনা ঘটলে ঘটনাস্থলে ছুটে
যান রাজ্যপাল। এই বিষয়টি নিয়ে শাসক দল রাজ্যপালের বিরুদ্ধে সমান্তরাল প্রশাসন চালানোর
অভিযোগ তুলে এসেছে। রাজভবন থেকে কোন উদ্যোগ নিলে কটাক্ষ ছোঁড়েন তৃণমূলের মুখপাত্ররা।
বিশেষ করে শিক্ষাক্ষেত্র নিয়ে রাজভবন রাজ্য সংঘাত চরমে রয়েছে। এমতাবস্থায় রাজভবনের
এই বিবৃতি নিয়ে ফের নতুন করে সংঘাতের আবহ তৈরি হল।