নিউজ ডেস্ক: তারাপীঠে মা তারা পূজিতা হন সর্বদেবীরূপে। মঙ্গলবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী, এদিন তারাপীঠে জগদ্ধাত্রী রূপেই পুজো করা হল। একদিনেই আয়োজিত হল সপ্তমী, অষ্টমী ও নবমীর উপচার।
সন্ধ্যায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা বন্দোবস্ত করা হয়েছিল, ছিল বলির পাঁঠার মাংস, সবজি, পোলাও, খিচুড়ি ইত্যাদি। মা তারার জগদ্ধাত্রী রূপে সাজ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন ভিড় জমান ভক্তরা।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের বয়ানে জানা যায়, এদিন সন্ধ্যায় মায়ের জন্য বিশেষ শীতলভোগ ও অন্নভোগের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে মা তারাকে কুমারী রূপে পূজা করা হয়। চলবে যজ্ঞ ও হোম। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে।