নিউজ ডেস্ক: হু হু করে নামছে কাশ্মীরের তাপমাত্রা। বুধবার সকালে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। তার জেরে দৃশ্যমানতা অনেকটা কমে গিয়েছে। দেখা যাচ্ছে রাস্তাঘাটও। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনকী, দেরিতে চলছে বহু বাস ও গাড়ি। তার ফলে অফিসে পৌঁছতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
শ্রীনগর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নভেম্বরের ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে জম্মু ও কাশ্মীরের বেশ কিছু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকে থাকায় রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি স্কুলবাসগুলি। এর জেরে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন বাসের চালকরা।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই ঠান্ডার মধ্যে বাড়ি থেকে বের হওয়াই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সকাল ও বিকেলের দিকে বাড়ি থেকে বেরোতে গেলেই জমে যাচ্ছে হাত পা। প্রশাসনের কাছে অনুরোধ বাচ্চাদের জন্য বিশেষ যান চলাচলের ব্যবস্থা করা হোক।” এই ঠান্ডার হাত থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের জন্য নির্দেশিকা জারি করেছে শ্রীনগরের আবহাওয়া দফতর। সকাল ও বিকেলের দিকে মাস্ক পরে বাড়ির বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।