নিউজ ডেস্ক: ৫০ জন পণবন্দির মুক্তির বদলে এবার ইজরায়েল সংঘর্ষ বিরতিতে সায় দিয়েছে। বুধবার ইজরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। তবে ইজরায়েলে বন্দি প্যালেস্তিনীয়দের জেল মুক্তি হবে কিনা তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। এই সময় গাজায় প্রয়োজনীয় খাবার ও জ্বালানি প্রবেশ করবে কিনা তাও জানা যায়নি।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও একটি বিবৃতিতে জানিয়েছে, হামাসের হাতে পণবন্দি ইজরায়েলিদের পরিবারের সঙ্গে কথা বলার পর যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। সেই বিবৃতিতে বলা হয়েছে, “আমি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পণবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেছি। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। অনেকের কাছে বিষয়টি দুঃস্বপ্নের মতো।’’ তার পরেই নাকি যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নেন নেতানিয়াহু।
এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি সেনার হামলায় প্রায় ১৪ হাজার সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় সাড়ে পাঁচহাজার শিশু। শেষ পর্যন্ত আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার চাপের মুখে ইজ়রায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দিল বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।