নিউজ ডেস্ক: অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতেছিলেন গৌতম গম্ভীর। এবার তাকে মেন্টর পদে নিয়োগ করলেন কেকেআরের মালিক শাহরুখ খান। নতুন দায়িত্ব এবার গম্ভীরের কাঁধে।
গত মরসুমে লখনৌ সুপার জায়ান্টের মেন্টরের পদ সামলেছিলেন গৌতম গম্ভীর। এবার লখনৌ শিবির ছেড়ে কেকেআর তাঁবুতে দেখা যাবে তাঁকে।
কেকেআরে নতুন দায়িত্ব পেয়ে গম্ভীর বলেন, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব।
১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। তার আগে গম্ভীরের মস্তিষ্ক কাজে লাগবে কেকেআরের। গত আইপিএলে সে ভাবে ছাপ ফেলতে না পারা কেকেআর গম্ভীরের হাত ধরে আবার ট্রফি জয়ের দৌড়ে ফিরে আসতে চাইবে।