নিউজ ডেস্ক: ভর সন্ধ্যায় তৃণমূলের সক্রিয় কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পুরানা তালাব এলাকায়। স্থানীয়দের বয়ান অনুযায়ী, এদিন সন্ধ্যায় বাড়ি সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী ভিকি যাদব। বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে তাঁর নাম জিজ্ঞাসা করে। নাম বলতেই দুষ্কৃতীরা ভিকিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। নয়টি গুলি লাগে ভিকির শরীরে। গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এলাকার আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে অভিযোগ এলাকাবাসীর। তৃণমূল নেতা ভিকি যাদবের শুটআউট নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তবে তাঁর দাবি, ভিকি দলের নেতা নন। তিনি কর্মী সমর্থক মাত্র। জানা গিয়েছে, ২৫ বছর আগে এভাবেই খুন হয়েছিলেন ভিকি যাদবের বাবাও। এই বিষয়ে সাংসদ বলেন, “বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময়ই ভিকিকে টার্গেট করা হয়েছে। তাতে দুষ্কৃতীদের সুবিধা হয়েছে।”
তবে এর পিছনে কোন রাজনৈতিক কারণ আছে বলে অর্জুন সিং মনে করেন না। তাঁর মতে, ভিকি যাদবকে তৃণমূল কর্মী ভেবে তদন্ত না করে তাঁর কোথায় কী ব্যক্তিগত সমস্যা ছিল, সেইদিকে নজর দিলে তাড়াতাড়ি এই ঘটনার আসল সত্য জানা যাবে। একসময় আকাশ যাদব খুনের ঘটনায় এই ভিকি যাদবের নাম উঠে আসে। এমনকী ভিকি যাদবকে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছিল।