নিউজ ডেস্ক: প্রায় ৩২ ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনও চলছে বেসরকারি সংস্থা অ্যালপাইনে আয়কর দফতরের অভিযান।মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে হুগলির পোলবার মহানাদ এলাকায় অবস্থিত বেসরকারি এই মদের দোকানে আয়কর দফতরের অভিযান। বুধবার দুপুর গড়িয়ে গেলেও চলছে এই ম্যারাথন অভিযান।সূত্রের খবর, বেসরকারি এই ফ্যাক্টরি তৈরির পর থেকে ২০২৩ সাল পর্যন্ত যে সমস্ত কাগজ পত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই কারখানার প্রোডাকশন,বটেলিং,লেবেলিং,প্যাকেজিং সহ সে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত কাগজপত্রও খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।