মুর্শিদাবাদ : খাবার আনতে গিয়ে বোমা ফেটে জখম ৩ শিশু। ঘটনাটি ঘটেছে ফরাক্কার হাউসনগরে। বোমাকে বল ভেবে খেলতে গিয়েই ঘটে বিস্ফোরণ। আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে হাউসনগর এলাকার তিন শিশু আইসিডিএস সেন্টারে খাবার আনতে যাচ্ছিল। যাওয়ার সময়ই পুকুর পাড় থেকে বল ভেবে বোমা তুলে ফেলে। সেই বোমা ছুঁড়ে ফেলতেই ঘটে বিস্ফোরণ। জখম হয় তিন শিশু। স্থানীয়রাই তাদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ৩ শিশু।
পরিবারের দাবি, বোমাকে বল ভেবে খেলতে গিয়েই ঘটে বিপত্তি। আহতদের হাতে ও পায়ে চোট লেগেছে। স্বাভাবিকভাবেই বোমা বিস্ফোরণে তিন শিশুর আহত হওয়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট চলাকালীনও রাজ্যে একের পর এক জায়গায় বোমা ফেটে জখম হয়েছিল বেশ কয়েকজন শিশু।