কলকাতা : বিশ্ব বাংলা শিল্প সম্মেলনকে একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।বুধবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “বিশ্ব-বেকারের রাজ্যে বিশ্ব বাংলার ঢপ !
এ রাজ্যে দিস্তে দিস্তে মৌ সই হবে, এক পয়সার লগ্নি হবে না। কারণ শিল্পপতিরা জানেন, লগ্নিকরতে গেলেই মরা গরুর উপর শকুন যেভাবে ঝাঁপায় সেভাবে মুলো ক্যাওড়ারা ‘চাকরি চাই, তোলা চাই,’ বলে ঝাঁপিয়ে পড়বে ! শিল্পপতিদের কি পাগলা কুকুরে কামড়েছে ?
উনিশশো নব্বইয়ের দশক থেকে চলেছে এই প্রহসন, বহু কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গে লগ্নি টানার চেষ্টা। সিপিএমের আমলে এটা ছিল জ্যোতিবাবুর ফূর্তি করতে বিদেশভ্রমণ, মুলো আমলে এটা বিশ্ব বঙ্গ সম্মেলন।বিধানসভার বিজেপি সদস্যরা এ ব্যাপারে একটা শ্বেতপত্র দাবি করছেন না কেন?
১৮ জন সাংসদ, ৬৮ জন বিধায়ক ! তার মধ্যে এক-দুজন ছাড়া সদনের বাইরে বা ভিতরে কারুর টুঁ শব্দ শোনা যায় না কেন? বিজেপির রাজ্য দফতরে কি সাংসদ-বিধায়কদের নিয়ে কোন বৈঠক হয়, কিভাবে মুলো কুশাসনের বিরুদ্ধে আক্রমণ শানানো হবে? যতদূর জানি, হয় না। বৈঠক হয় শুধু ‘সংগঠন’ নিয়ে, অর্থাৎ অঞ্চল কমিটির প্রেসিডেন্ট আর মন্ডলের সেক্রেটারি কে হবে তাই নিয়ে। অর্থাৎ বিজেপি ব্যস্ত বিজেপিকে নিয়েই। জনসংযোগ বলতে রাজ্য স্তরে একজন নেতা ছাড়া শূন্য !
২০২৪-এর লোকসভা নির্বাচন কাছে এসে গেছে। শুধু রাজ্য নেতৃত্বের কোন হেলদোল নেই।”