নিউজ ডেস্ক: ত্রিপুরার পর এবার বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ।
প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই প্রেসিডেন্ট
সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজিবিএসের মঞ্চ থেকে
বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেই সৌরভের হাতে সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র তুলে দেন
মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে যে,
সৌরভ এই দায়িত্ব পালনের জন্য রাজ্যের কোনও অর্থ নেবেন না। রাজ্যে
বাম জমানায় কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিল না। তৃণমূল ক্ষমতায় আসার পরেই এই
বিষয়ে প্রথম উদ্যোগী হন মমতা। প্রথম বার অভিনেতা শাহরুখ খানকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানান তিনি। এ বার নিয়োগ করলেন সৌরভকে। তবে
শাহরুখকে সরিয়ে সৌরভকে নিয়োগ করলেন কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি ভাবে
কিছু জানা যায়নি। তবে
সৌরভের ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগের ঘটনায় কটাক্ষ সহযোগে প্রতিক্রিয়া দিয়েছে
বিজেপি। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কটাক্ষ সহকারে বলেন, ” সৌরভকে চিনতে ওনার এত দিন লাগল। শাহরুখের হয়ত বাজার নেই তাই সৌরভকে বেছে নিয়েছেন”।
মমতার
সঙ্গে সৌরভের সম্পর্ক বরাবরই ভাল। নানা রাজনৈতিক জল্পনা তৈরি হলেও মুখ্যমন্ত্রী ও
মহারাজের মধ্যে কখনও দূরত্ব তৈরি হতে দেখা যায়নি। গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর
স্পেন সফরের সময়ে মাদ্রিদ গিয়েছিলেন সৌরভও। স্পেনের বণিক মহলের সামনে বাংলার
শিল্প সম্ভাবনা তুলে ধরেন তিনি। পাশাপাশি সৌরভ বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা
করেছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ
করবেন তিনি।