নিউজ ডেস্ক: এসএসকেএম হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন তিনি। ছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। মঙ্গলবার বিকেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কার্ডিওলজির জরুরি বিভাগে। পরে তাঁকে কার্ডিওলজি ব্লকের কেবিনে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, এর আগে জ্যোতিপ্রিয় বলেছিলেন, তাঁর শরীর অত্যন্ত খারাপ। শরীরের এক দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে। তাঁর আইনজীবী তাঁকে সরকারি হাসপাতালে ভর্তির আবেদনও জানিয়েছিলেন। এদিকে এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানান তিনি সুস্থ। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি অভিযুক্তদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে সরকারি হাসপাতাল? প্রশ্নটি আরও বেশি করে ওঠে কারণ অতীতে মদন মিত্র থেকে শুরু করে অনুব্রত মণ্ডল সকলকেই হাসপাতালের দ্বারস্থ হতে দেখা গিয়েছিল।
শুধু তাই নয়, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র-ও এসএসকেএম-কে একপ্রকার নিজের বসতবাড়িই যেন ভেবে নিয়েছেন বলে মত একাংশের। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ মাসের পর মাস রয়েছেন হাসপাতালে। যার ফলে তদন্তও কার্যত আটকে রয়েছে। আর এবার সেই এসএসকেএম-এই ভর্তি হলেন বালু। কারও কারও মতে, প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকতে চাইছিলেন না মন্ত্রী, মোবাইল ফোন থেকে শোওয়ার জন্য খাট, দাবিদাওয়া ছিল অনেক, যা জেল কর্তৃপক্ষ মানতে চায়নি। আর তাই প্রথম থেকেই হাসপাতালে ভর্তি করার কথাও তুলেছিলেন জ্যোতিপ্রিয়। অবশেষে অসুস্থতার কারণে সেই সুযোগ পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিক ডায়াবেটিসের রোগী। এর আগে তিনি এজলাসেই জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন। হয়েছিল চিকিৎসাও। এবার কি এসএসকেএমে ভর্তি হতে পেরে হাঁফ ছেড়ে বাঁচলেন মমতার মন্ত্রী? প্রশ্ন উঠছে।