নিউজ ডেস্ক: এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন রামদেব। তাঁর সংস্থা ‘পতঞ্জলি’-কে কড়া বার্তা দিল আদালত। ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করলে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে জরিমানার মুখে পড়তে হবে। ১ কোটি টাকার উপর জরিমানা করা হবে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর একটি আবেদনের শুনানি পর্বে বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ মিথ্যা বিজ্ঞাপনী প্রচার পিছু ১ কোটি টাকা জরিমানা করা হতে পারে বলে মৌখিক ভাবে জানিয়েছে। বেঞ্চের তরফে জানানো হয়, “পতঞ্জলি আয়ুর্বেদের সমস্ত মিথ্যা ও বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন এই মুহূর্তে বন্ধ করা হোক। যদি এই নির্দেশের অমান্য হয়, তবে আদালত কড়া পদক্ষেপ করবে।”
অভিযোগ, কোভিড প্রতিরোধী না-হওয়া সত্ত্বেও শুধু করোনিল কিট বিক্রি করেই আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি। ২০২০ সালের ২৩ জুন প্রথম বার করোনিল কিট বাজারে এনেছিল পতঞ্জলি। প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ অগাস্ট শীর্ষ আদালতের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আয়ুষ মন্ত্রক ও পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে নোটিস পাঠায়। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল, টিকাকরণ ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও ওষুধের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন রামদেব ও তাঁর সংস্থা। আর এই মামলাতেই এবার ধাক্কা খেলেন রামদেব। আদালতের নির্দেশ, যদি পতঞ্জলি রোগ নিরাময় নিয়ে কোনও মিথ্যা দাবি বা প্রচার চালায়, তবে প্রতিটি পণ্যের উপরে ১ কোটি টাকা জরিমানা করা হবে।