শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই। বুধবার সকাল থেকে রাজৌরি জেলার ধর্মশালের বাজিমাল এলাকায় (কালাকোট এলাকা) সন্ত্রাসবাদী এবং সুরক্ষা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ দুই সন্ত্রাসবাদীকে ঘিরে রেখেছে। কালাকোট এলাকায় এখন গুলি বিনিময় চলছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানিয়েছে, রাজৌরি জেলার ধর্মশালের বাজিমাল এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। বিশ্বস্ত সূত্রে এই খবর পাওয়ার পর এলাকায় অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় জওয়ানরাও। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও গুলির লড়াই চলছে।